তুমি আমার অনাগত সব

তুমি আমার অচেনা ভোর
অচেনা আবেগ, অচেনা রোদ্দুর।
তুমি আমার অচেনা স্বপ্ন
অচেনা অভিমান অচেনা যত্ন।
তুমি আমার অচেনা গান
অচেনা গল্প অচেনা পিছুটান।
তুমি আমার অচেনা গোধূলি
অচেনা মৌনতা আর আহ্লাদি বুলি।
তুমি আমার অচেনা গল্পে
অচেনা অনুভূতি অচেনা যত রঙের তুলি।
তুমি আমার অচেনা রাত
অচেনা জোনাকি, অচেনা চাঁদ।
তুমি আমার অচেনা যত
অগোছালো কল্পনা বিলাস,
তুমি আমার অনাগত সব
সাজিয়ে রাখা মনের আঁশ।

 

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top