তুমি নেই

তারপর আর কখনও চাইনি তোমায়,

তবুও তুমি জড়িয়ে থাকো আমার সুখের পাশে আষ্টেপৃষ্ঠে,

গরমের দিনে শরীর থেকে বেরিয়ে যাওয়া ঘামের মতো,

কিংবা শীতের কাপড়ে নিজেকে মুড়িয়ে রেখে ও

যে কাঁপন বেজে যায় বুকের ভেতরৃ

অথচ তোমাকে ভুলে গেছি সেই কবে

কিন্তু তবুও বৃষ্টির ছাঁট এর মতো ভিজিয়ে দিয়ে যাও অকারণ চোখের কোণ।

বিশ্বাস করো, তোমার অস্তিত্ব বিলীন করে আমি দিব্যি সুখেই আছি,

মাঝে মাঝে এই অহংবোধ তোমার কথা মনে করিয়ে দেয়,

নয়ত এত সময় কই বলো,

তোমার মতো একটা দুঃখের পাহাড় বয়ে বেড়াবো অনর্থক?

তুমি নেই আমার জীবনের কোন অংশ জুড়ে,

এই না থাকার সুখের পাশে শোক হয়ে ঘুরে বেড়াও শুধু।

আচ্ছা, এই শোকটাকে কি থাকা বলে?


লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top