তুমি শুধু আমার হয়ো

তুমি শুধু আমার হয়ো,
রাত দুপুরে যেখান খুশি
ইচ্ছে মতো উড়তে দিও।
দেখবে আমি ঠাঁই দাঁড়িয়ে
অচল পাখা বুকে লয়ে
অবশ দেহে অপেক্ষায়,
আমি পুষি আমার আমি
তোমার মেলে ধরা বুকের খাঁচায়।
মুক্ত আকাশ টানে না মন
তোমায় ভেবে বিভোর যখন,
তোমার বুকেই আকাশ পুষি,
ইচ্ছে মতো ভাসি ডুবি
তোমার চোখেই স্বপ্ন আমার
করে বিচরণ।
তুমি শুধু আমার হয়ো
এ জগতে, সেই জগতে
আলতো ছোঁয়ায় জড়িয়ে নিও,
আমি তখন চুপটি করে
উষ্ণ হৃদয় স্পর্শ করে
নিশ্চুপ এক প্রেমিকা হবো।
তুমি শুধু আমার হয়ো,
দ্বিধাহীন এক জীবন দিও
আমি তখন হৃদয় রাজ্যে
সুখের পসরা সাজিয়ে নিবো।
তুমি রবে সিংহাসনে
আমি তখন মুগ্ধ চোখে
তোমায় নিয়ে ঘর সাজাবো।
তুমি শুধু আমার হয়ো
আমি অবুঝ প্রেমিকা হবো।
একটা জীবন বেহিসেবি
তোমার সঙ্গেই কাটিয়ে দিবো।

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top