ধর্ষক শুধু দেহ ছোঁয়
প্রেমিক ছোঁয় অন্তর,
দুজনেই যদি ছুঁয়ে যায় দেহ
পার্থক্য থাকে ভাবান্তর।
ধর্ষক ভাবে মাংসপিন্ড
প্রেমিক ভাবে শিল্প,
ধর্ষক দেয় কুদৃষ্টি
প্রেমিক রচে গল্প।
ধর্ষক শুধু লোভাতুর মনে
নৈতিকতা দেয় বিসর্জন,
প্রেমিক সেতো হৃদয়ের কাছে
হৃদয় করে সমর্পণ।
শোন হে পুরুষ জাতি
ধর্ষক নয় প্রেমিক হও,
হৃদয় দিয়ে করো হৃদয় হরণ
টিকিয়ে রেখো ন্যায় নীতি।
নারী সেতো মাতৃ মূর্তি
প্রেমিকের প্রেমের দেওয়ানা,
কি করে করো অসম্মান তারে
মনে কি আসেনা মা বোনের মুখখানা?
তুমি ও তো কোন নারীর গর্ভে
পেয়েছিলে নিরাপদ আশ্রয়,
সেই নারীকে খুবলে খাবে
কি করে দাও হৃদয়ে তোমার
এমন স্পর্ধা প্রশ্রয়?
যেভাবে থাকো মায়ের বুকে
যেভাবে আগলে রাখো বোন,
কি করে তবে অন্য নারী
তোমার হাতে হয় খুন!
কিভাবে পারো পুরুষ তুমি
লুকাতে প্রেমিক হৃদয়,
কবে যে কাটবে নারীর মনে
তোমাদের নিয়ে সংশয়?
লেখাঃ আঁখি বিনতে আলম