কেন হলো সে ধর্ষিতা
তা কি ভেবেছ কখনো কেউ?
ভাবোনি, ভাবতে পারোনি
শুধু জানো সে ধর্ষিতা,
দুচোখে শুধু ঘৃণা করে চলেছো।
ধর্ষিতা সেও মানুষ
কারো বোন, কারো মা, কারো স্ত্রী,
তবুও কেন হলো সে ধর্ষিতা?
ধর্ষিতার নেই কোনো সম্মান
সবাই তাকে ঘৃণা করে,
আর ধর্ষক বুক ফুলিয়ে হাটে
ঘুরে বেড়ায় সমাজে।
কেউ ধর্ষক বলে ঘৃণা করে না
বাঁকা চোখে তাকাইওনা।
তাহলে ধর্ষিতার কেন এতো লজ্জা
সে তো দোষ করেনি,
নারী হয়েছে বলে সে দোষী?
আর পুরুষ হয়েছে বলে সে খুশি
তার নেই কোনো লজ্জা,
নেই কোনো শরম।
ধর্ষিতা সেও মানুষ
তার আত্মসম্মানবোধ আছে
বেঁচে থাকার অধিকার আছে
সে বাঁচতে চায় মাথা উঁচু করে।
তার দিকে বাঁকা চোখে তাকানো যাবে না
হেয় করে কথা বলা যাবে না,
বাঁচার মতো বাঁচতে দিতে হবে
আর ধর্ষককে সাজা দিতে হবে।
যদি অপমান করতে হয়
ধর্ষককে করতে হবে।
ধর্ষিতা নারীকে নয়,
কারণ সে নির্দোষী।