ধর্ষিতা

তোমরা যাকে ধর্ষিতা বলো
আসলে ধর্ষিতা কে?
ভদ্রবেশে পুরুষ ঘোরে
তাদের চেনে কে?
কুঁড়েঘর বা অট্টালিকায়
মেয়ে বড়ো হয়
সৃষ্টির পার্থক্যে সে
কোথাও নিরাপদ নয়।
লেখাপড়া নয়তো
ঘরের কাজে বের হয়
হায়েনা আর শকুনের চোখ
ওঁৎ পেতে সদা রয়।
অসহায়ত্বের সুযোগ পেলেই
মুখোশ খুলে যায়
মুখোশধারী ভদ্রলোক সব
নোংরা কথা কয়।
তারাই আবার সমাজ সেবায়
হর্তা-কর্তা বনে
জনদরদী, মানব দরদী
নিজেকে ভাবে মনে ।
তাদের দেওয়া ভালোবাসায়
নষ্ট হয় নারী
কখনও হয় জীবন দিতে
ছাড়তে হয় বাড়ি ।
ধর্ষিতা নামক ঘৃণিত এক
নাম হয়ে যায় তার
যার কারনে ধর্ষিতা হয়
তার নাই কোনো দায়ভার।
একবারও কি ভেবে দেখেছো
কাকে বলছো ধর্ষিতা?
মায়ের গর্ভে জন্ম নিয়েছো
সৃষ্টি করেছেন বিধাতা।
নিজেকে করো না কলুষিত আর
সম্মান করো নারী
মা-বোন আর স্ত্রী, কন্যা
সৃষ্টি বিধাতারই।
সম্মান দাও, সম্মান নাও
পাপ মুক্ত হবে জীবন
নর নারী মিলে তৈরি হবে

সুন্দর এক ভুবন।

লেখাঃ হোস্নেয়ারা বকুল

Scroll to Top