গগণে আজ নতুন শশীর আগমন
ইঙ্গিত দিয়ে গেলো জানাতে অভ্যর্থনা
যে মাস দিয়েছে সুযোগ, করতে প্রার্থনা,
যে মাসে বান্দারা করে লাখো নেকী অর্জন ,
যে মাসে নাযিল হয়েছে পবিত্র কুরআন
সে মাস আত্মশুদ্ধির, সে মাস পবিত্র মাহে রমজান ।
রহমতের মাসে, রহমতে নিমজ্জিত হতে চাই সবাই
যেন শেষ দিনে, পার হতে পারি,
কষ্ট সাধ্য সেই ফুলসিরাতের পুল
সসম্মানে, সকলে হয়ে প্রিয় নবীর উম্মত
বিনা দ্বিধায়, কেউ না হারিয়ে কুল।
ক্ষমা চায় তোমার এই পাপী বান্দারা ,
তোমার কৃপার ছায়ায় যেন আবৃত হয় সকল
ছুঁতে পারে না কভু তোমার বান্দাদের
জাহান্নামের সেই কঠিন অনল।
সিয়াম পালনরত, তোমার পিপাসিত বান্দারা
বঞ্চিত হতে চায় না তারা শেষ জীবনে পেতে ,
আল- কাওসারের সুমধুর পানির স্বাদ
আখিরাতে পেতে চায়, তাদের প্রিয় নবীর মুহাব্বাত
দুনিয়াতে করে পালন, তোমার আদেশক্রিত ফরজ
আর আমাদের সকলের প্রিয় নবীজির সুন্নাত।
শেষ শয্যায় মাটি যেন করে স্বাদরে আমন্ত্রন
মাটির মানুষ মাটিতে যায় মিশে
ত্যাগ করে এ ধরণীর সমগ্র যত মায়া মিছে মিছে
ফিরতে পারি যেন সকলে তোমার নিকটে
করে পৃথিবীর যত লোভ, লালসা বর্জন ।
ইতি টেনে এই ছোট্ট সময়ের ভ্রমন
ইমান ও আখলাক নিয়ে টিকে থাকার লড়াই করে সফল,
ফিরবে সবাই নিয়ে শুধু সাথে আরকান ও নেক আমল ।
যেন নিরাশ না করি দিয়ে প্রশ্নের উত্তর
যা করবে আমাদের সারা জীবন সাথে থাকা
চির সাক্ষী দুই ফেরেশ্তাগন ।
ইসলামের দ্বীনে আলোকিত হয়ে যেন করি মোরা,
এই দুনিয়া থেকে তোমার কাছে গমন।
সারা পৃথিবীর মুসলমানদের যেন
দীর্ঘ প্রতিক্ষার আজ হল অবসান,
মাগফেরাতের মাসে, হে পরওয়ারদিগার
গুনাহ মাফ করে মার্জনা করো মোদের, হে রহমান,
যেন হয়ে খাঁটি মুমিন, প্রিয় নবীর উম্মত
যেতে পারি সেই চির প্রতীক্ষিত, চির কাঙ্ক্ষিত জান্নাত।
লেখাঃ জুলিয়ানা জেসমীন বনি