তোমার সাথে একটা গল্প আছে, তুমি কি শুনবে?
হুম অবশ্যই বলো,,
চলো! একটা প্রজাপতি প্রেম হয়ে যাক,
তুমি নীল প্রজাপতি আর আমি লাল। সারাদিন ঘুরবো দু’জনে পাখা মেলে উঁড়তে উঁড়তে বহুদূর চলে যাবো। সারাদিন শুধু ঘুরবো আর ঘুরবো। বেশ আনন্দ হবে!
কখনো বসবো ফুলের পাপড়িতে, কখনো বা গাছের পাতায়।। সবুজের সমারোহে আমাদেরকে, দেখতে খুব সুন্দর লাগবে তাই না? আমরা দু’জন মিলে পাখায় ভর দিয়ে যেদিকে খুশি উড়ে বেড়াবো। কোন পিছুটান থাকবে না, সম্পূর্ণ নির্দ্বিধায় আমরা ঘুরে বেড়াবো।আহা ! কি আনন্দ আকাশে বাতাসে!! চলো! একটা প্রজাপতি প্রেম হয়ে যাক, ফুলের বাগানে গিয়ে বসবো।
যেখানে গোলাপ, গাঁদাফুল ফুটে আছে সেখানে। সকলে আমাদের দেখে খুশিতে আটখানা হয়ে সরলমুখে হেসে উঠবে, পানির বিন্দু বিন্দু ফোটা
আমাদের ডানায় ছিটিয়ে দেবে। আর তখনই আমরা ফুড়ুৎ করে উড়ে যাবো। চলো! একটা প্রজাপতি প্রেম হয়ে যাক! চারিদিকে প্রকৃতির মাঝে উঁড়ে বেড়াবো আর লুকোচুরি খেলা করবো।
আমাদের দেখতে অনেক ভালো লাগবে তাই না? সারাদিন ঘুরাঘুরির পর একটু বিশ্রাম নেবো। সূর্যাস্ত যখন ঘনিয়ে আসবে, আমরা আবার ঘুরতে বের হবো।
তখন সূর্যের রক্তিম আভায় সব নতুনরূপে সাজবে আর আমরা তখন মনের সুখে উড়ে বেড়াবো।
সূর্যের আভা যখন আমাদের ডানায় পড়বে, আমাদেরকেও দেখতে অন্যরকম সুন্দর দেখাবে।
আমাদের ডানাগুলো চকচক করবে। আহা কি অপরূপ সুন্দর লাগবে। প্রজাপতিরা সবসময় এক সাথেই থাকে তাই না? চলো! একটা প্রজাপতি প্রেম হয়ে যাক!
হুমম, ভালোই হবে , তাহলে চলো! একটা প্রজাপতি প্রেম হয়ে যাক!
হিহিহি, তাই কি আর সম্ভব।
আহ্! সময়ের ব্যস্ততা!!
লেখাঃ আয়েশা আক্তার