প্রেম

আমি শুধু প্রেমে পড়ি,
অলস দুপুর, ক্লান্ত শরীর
পিঁপড়ের সারি আর
ছোট্ট প্রজাপতি,
এই বিশ্বভ্রহ্মান্ডের অতিসূক্ষ্ম যা
আমি অবলীলায় তার প্রেমে পড়ি।
প্রেমে পড়া স্বভাব আমার;
প্রকান্ড আর ক্ষুদ্রের মাঝে,
ক্ষুরধার পার্থক্য খোঁজার অবকাশ নেই যে!
আমি প্রেমে পড়ি বেজে উঠা কলিং বেলের,
আমি প্রেমে পড়ি ঘামে ভেজা শরীরের।
বার্তা দেয় তার আগমনের।
যে শরীর বুঝিয়ে দেয়
কতটা দ্বায়িত্বের ভার বইছে সে
প্রতিনিয়ত আমার সুখের জন্যে।
আমি শুধুই প্রেমে পড়ি।
প্রেমে পড়ি ব্যস্ত সময়, কথা রাখতে না পারা আক্ষেপের,
যে ব্যস্ততা, যে আক্ষেপে মিশে থাকে ভালোবাসা।
প্রেমে পড়া স্বভাব আমার,
আমি তাই প্রেমে পড়ি।
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সূক্ষ থেকে অতি সূক্ষ
আণুবীক্ষণিক সব ভালোবাসা,
আমি প্রতিনিয়ত তার প্রেমেই পড়ি।

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top