পরিবার

আমার একটা সুন্দর পরিবার ছিল,

দায়িত্ববান মায়া মমতায় পূর্ণ বাবা

আর সুগৃহিনী মা, সংসারের সবার,

প্রতি সজাগ স্নেহের ছায়ায় ঘেরা,

পরিপূর্ণ এই সুখী পরিবারে ছিলাম

সাত ভাইবোন, চাচা ফুপু আর?

মমতাময়ী দাদী, যাঁকে আমরা ছোট

তিন ভাই বোন মা বলে ডাকতাম

অতিরিক্ত আদর যত্নে বড় হয়েছি

কঠিন বাস্তবতা কি কখনো বুঝিনি,

দাদীর কাছে ঘুমানোর জন্য ছোট

ভাইয়ের সাথে মারামারি করেছি

যাতে ও দাদীর স্নেহে ভাগ বসাতে না পারে

সবার ছোট বোন? ও তো এতটুকু পিচ্চি,

মাকে ছাড়া কিছুই বোঝেনা, ভাগ্যিস

নইলে যে ওকেও ভাগ দিতে হোতো দাদীর

মনে পড়ে ফিরনী রান্না হলে কাড়াকাড়ি করে

হাড়ির তলানী খাওয়া সেই অমৃতের স্বাদ

পাই না এখন রাজভোগেও আর,

কোথায় হারিয়ে গেছে সেই শৈশবের দিন

কত প্রিয়জন চলে গেছেন অচেনা জগতে,

এখন বড় বেলায় কাটছে দিন স্মৃতিতে।

লেখাঃ নাজনীন রহমান

Scroll to Top