প্রেমিক

এই জাদুমন্ত্র কোথায় শিখলে,
এতটা খুন করা স্হির দৃষ্টি
কি করে আনলে আয়ত্তে?
কি করে এতো বড় প্রেমিক হলে,
তন্দ্রা কুমারীর চোখে এঁকে দিলে
নির্ঘুম অপলক স্বপ্ন?
কি করে এতো পোক্ত হলে,
শিরা উপশিরায় অবিরত বয়ে বেড়ানোর মতো?
ভাবলেশহীন জীবনে তোলপাড় করা প্রেম
কোন শাস্ত্র ঘেটে উদ্ধার করলে বলো তো!!!!
কি করে হলে এতো বড়ো প্রেমিক,
যার প্রেম খুন করে প্রতিনিয়ত শতসহস্র না,
লক্ষকোটি বিধি নিষেধ,
দুমড়ে মুচড়ে ভস্ম করে দেয় নিরস মন,
ছাই উড়িয়ে উদযাপন করে ভালোবাসা।
কি করে এমন প্রেমিক হলে বলো তো!!!!

আঁখি বিনতে আলম

Scroll to Top