ফিরে দেখা

দীর্ঘ  চল্লিশটি বছর পেরিয়ে গেলেও
স্মৃতির এ্যালবামের রং হয়নি ফ্যাকাসে এখনও ,  
প্রথম সাক্ষাৎ যেন কবে? মনে আছে?
ওই সেই পূজোর প্যান্ডেলে
ভাবিনি তো বাঁধবে আমায় 
জন্ম-জন্মান্তরের বন্ধনে এমনি করে ।

সবে মাত্র কলেজ  দ্বিতীয় বর্ষে
পুজোর ছুটিতে আসা, পিসির বাড়িতে ।
আর তুমি ? ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষে 
ওই এলাকাতেই বসবাস তোমার ।
বিকেলে হৈ হৈ করে  বেড়ূলাম সবাই
এক ঠাকুর থেকে আর এক ঠাকুর
এ প্যান্ডেল থেকে সে প্যান্ডেলেতে ।

গভীর মননে পুজো দিয়ে , ঠাকুরের চরণে ,
প্রসাদ হাতে ফিরে দেখি, তুমি দাঁড়িয়ে ,
ভিড়ের মাঝে , ঠিক আমার সম্মুখে ।
প্যান্ডেলের আলোর ঝলকানি , ঢাকের আওয়াজ,
উলুর ধ্বনি, পুরোহিতের ঘণ্টার শব্দ 
সব যেন , থেমে  গিয়েছিল ,
শুধু সেই একটি ক্ষণে ।

দু জোড়া নয়ন, দুটি  মন ছুঁয়ে, 
দু জোড়া হাত যে মেলাবে  এক সাথে
ভেবেছিলাম কি সেদিন, দুজনে ?

তারপর দূর আলাপনীর কিছু সংখ্যা বিনিময় ,
চুপি চুপি কিছু তরঙ্গে আলাপন
মন্দির, পাঠাগার বা বন্ধুর বাড়ীর ছুঁতোয়
সঙ্গোপনে দুজনের একটু দর্শন ,
বাড়ীতে না জানানোর ভয়
তোমার একটা ভালো চাকরির অপেক্ষায় থাকা 
আর লাল নীল কতো স্বপ্ন আঁকা ।
কিন্তু হঠাৎ একদিন , একি হলো !
জেনে গেল সবাই সব কিছুই 
যারা ছিল , তোমার আমার বাটী  
মানতে চাইলো না কেউই , কারন ?
আমি যে বাঙ্গাল, আর তুমি  ঘটি ।  

সব বাঁধা পেড়িয়ে , সবার মন জুগিয়ে ,
সিঁথিতে তোমার নামের সিঁদুর
হাতে শাঁখা পলা, গলায় মঙ্গল সূত্র পরিহিত
লক্ষ্মীর হাড়ী ঠেলে , গৃহ প্রবেশ করালে
তুমি , তোমার স্বপ্নজয়ী এই বঁধুর । 

জীবনের যত আনন্দ , সফলতা , প্রতিকুলতা 
সব ডিঙ্গিয়ে , যখন জিবনের শেষ প্রান্তে,
ঝড়া পাতার মত , তুমি হারিয়ে গেলে

ভরা সংসারে আজ সবাই  ব্যস্ত
করতে তাদের লাল নীল স্বপ্ন পূরণ ।
এই একবিংশ শতাব্দীতে এসে ,
মনভোলানোর যে কতো আয়োজন ,
ফেইস বূক , হোয়াটস আপ ,
মেসেঞ্জার  গ্রুপের  মেলায়
কি যে ঝড়ো আলাপ
 সব শিখিয়েছো তুমি আমায় ।

আজ আমার সিঁথীতে নেই সিঁদুর ,
নেই শাঁখা পলাও ,
নেই তোমার মঙ্গল কামনায় সূত্র ,
এতো মেকী মেলার মাঝে ,
তোমার ছবিতে মালা চড়িয়ে , 
দিন কাটে তোমার সাথে
একা বক বক করে , তোমার এই বঁধুর ।   

তুমি শুনছো ? কই বলছো নাতো ?
আ – হা ! একটু থামো না ,
এত বোকছো কেন বলতো ?
ঝড়া পাতার মতো ভালোবাসা ,
কেন ঝড়ে য়ায়না ? বলতে পারো ? 
প্রবাহমান নদীর মতো ভালোবাসা 
দ্রুত  বয়ে যেতে চায় কেন ?
সমুদ্রে মিলিত হওয়ার ব্যাকুলতায় ।

 

লেখাঃ জুলিয়ানা জেসমিন বনি

 

 

Scroll to Top