ফিলিস্তিনের ঈদ

আমাদের তো ঈদ এসেছে
খুশি ঘরে ঘরে।
ফিলিস্তিন কেন গোরস্থান আজ
এই খুশির দিনে?
বিশ্বের সকল মানবতা হলো কি ধূলিসাৎ
কারো কানেই পৌঁছাচ্ছে কি
নারী-শিশুর সেই করুণ আর্তনাদ?
পৌঁছাচ্ছে কি দৃঢ় কণ্ঠের সমুচ্চারিত তাকবির
আল্লাহু আকবর, আল্লাহু আকবার
বলছে যে ফিলিস্তিনের বীর!!
বিশ্ব উম্মাহ সামিল হও মানবতার ডাকে,
ঈদের খুশিতে ধুয়ে যাক যালিম যত আছে।
বিশ্বে আসুক শান্তির ছোঁয়া আনন্দে ভরপুর
মানবতার সুর ছুঁয়ে যাক মানুষের হৃদয়পুর।
ঈদ আনুক শান্তি আর ভয়হীন এক সকাল
পৃথিবী সাজুক নতুন সাজে দূর হোক সব আঁধার।

 

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top