বন্ধু, তুই কেমন আছিস?
একটু খবর নি,
ব্যস্ততাটা কমিয়ে এখন
কিছু সময় দি।
বন্ধুরে তোর হৃদয় মাঝে
আমার বসত ঘর,
ছোট্ট-বড় স্বার্থ ঘিরে
করিস নারে পর।
বন্ধু, তোকে সঙ্গে নিয়ে
দেবো বিপদ পাড়ি,
সুখে দুঃখে থাকিস সাথে
না হয় ছাড়াছাড়ি।
বন্ধু আমার, কষ্ট পেলে
রাখিস না রে চেপে,
সুখগুলো সব ছড়িয়ে দেবো
উঠবে না বুক কেঁপে।
আমার আগে বন্ধুরে তোর
মরণ না আসে,
থাকবো না, বুঝবি সেদিন
কে তোকে ভালোবাসে!
কত কথা হয় না বলা
হাজার কথার ছলে,
টুকরো স্মৃতি যায় হারিয়ে
শত লোনা জলে।
ভাইয়ের চেয়ে বড় রে তুই
বাবার কাছাকাছি,
শ্রদ্ধা আর মমতায়
তোর পাশেতেই আছি।
চলতি পথে মনে পড়ে
ওরে আপনজন,
দোয়া করি ভালো থাকিস
এমন সর্বক্ষণ।