বাসনা

লাল নীল রঙিন ডানা মেলে

     নীল আকাশে যায় উড়ে,

দিনশেষে সজীব তাজা আনন্দ নিয়ে

       এসে বসে তার নীড়ে।

    রং বেরঙের দেহ তার

      অসাধারণ সুন্দর জীবন

কি সুন্দর এই সৃষ্টি পক্ষীকূল

    যাদের সৌন্দর্যে ভরে না মন


দূর থেকে দূরান্তে নিশ্চিন্তে উড়ে বেড়ায়,

  নেই কোনো চিন্তা, নেই ভাবনা

আহারের ব‍্যবস্থা করেছেন সৃষ্টিকর্তা,

 রাত কাটে গাছে, আর কিছু চায়না

কি মায়াবী সুরে গান গায় পাখি

      নেই তার কোন তুলনা,

হিংসা, লোভ, আক্রোশ নেই,

প্রতারণা করে না, নেই জানা ছলনা

পাখি হয়ে জন্ম নেবো এই মোর বাসনা।।

 

লেখাঃ নাজনীন রহমান

Scroll to Top