মিথ্যে ভালোবাসা

আকাশে আজ ভরা পূর্ণিমার  চাঁদ
সাগরের উত্তাল ঢেউ এসে আছড়ে পড়ছে নগ্ন পায়ে
বাতাসে ভেসে আসছে নাম না জানা
ফুলের মাতাল করা সুবাস
এলো চুলে দাঁড়িয়ে আমি যখন দু’চোখ বুজি
হঠাৎ করেই তোমার সেই নিস্পাপ অবয়ব ফুটে ওঠে
আমি অস্থির হয়ে হাত বাড়াই তোমায় ছোবো বলে
তোমার বুকে আছড়ে পড়ে পাগল হতে চাই
তোমার আদরে হতে চাই আদরিনী
তোমাকে নিয়েই আমি স্বপ্ন সুখে ভাসতে থাকি
কিন্তু আমার সেই আবেগ ভরা মুহুর্ত
এক নিমিষেই ফুরিয়ে যায়
হারিয়ে যাই আমি সাগরের নোনা জলে
চোখ মেলতেই দেখি আমি অথৈ সাগরে
কিন্তু কোথায় তুমি?
দৃষ্টি যখন আরো একটু পরিষ্কার হয়
দেখি তুমি দাঁড়িয়ে আছো ঠাঁয় ঐ তীরে
ঠোঁটের কোণে তোমার লেগে আছে ক্রুর হাসি
ব্যর্থতার গ্লানি আর পরাজয়ের মালা ছাড়িয়ে
যেই না আমি তীরে আসতে চাই
দেখি তোমার মিথ্যে ভালোবাসার শাড়ি
জড়িয়ে গেছে দুটি পায়
বেঁচে থাকার তীব্র আশা আর প্রতারণার
টানাপোড়েনে জয় হলো প্রতারণার
হেরে গেলো আরো একটা নিষ্পাপ ভালোবাসা
তোমার ঐ মিথ্যে মোহের ছলনায়।

 

 

Scroll to Top