একদিন নিঃশ্চয় হিমুর সাথে আমার দেখা হবে। ছুঁতে গিয়েও অদৃশ্য হবে সে…
আমি যখন অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে অভিমান করতে শুরু করবো ঠিক তখনই মন ভালো করতে সামনে এসে দাঁড়াবে সে। কিছু বলতে যাওয়ার আগেই বলবে, যাও তো তোমার মায়ের নীল শাড়িটি পরে এসো।আমি যেই বলতে যাবো শোনো, আমার নিজের শাড়ী আছে তার আগেই দেখবো পথটা শূন্য। কোথাও কেউ নেই। আজন্ম অতৃপ্ত আত্মা নিয়েই আমি পরপারে যেতে চাই, আজন্ম আলোআঁধারি সময় কাটুক। পুড়তে পুড়তে জল, ভাসতে ভাসতে স্হল…
সুখ আর বিরহের আনাগোনা হোক জীবনে। তাও একটানা দুঃখ না আসুক, তবুও একটানা সুখ না হোক।