ঘুমঘোরে যবে,ডাকে ওঠো সবে
সেহেরি’র সময়-আর নেই বাকী
জাগো ত্বরা করি মুমিন মুসলিম
মঙ্গলের তরে রোজা রাখিবারে
শুদ্ধ প্রস্তুতি লও অলসতা রাখি।
আল্লাহ পাকে’র নাম নিয়ে যবে
সেহেরি সমাপ্ত হইলো সবে,
সহসা আসিলো মসজিদ থেকে
পবিত্র আজানের সুর ভাসি…
নামাজ,কোরআন পড়ার পরে
প্রভাত হইলো আঁধার রজনী
আল্লাহু রবে দিনভর চলে ধ্বনি।
রমজানে বরকত আসে নামাজে
রোজা সংযম বাড়ায় পবিত্র জাহানে
খোদার তরফে হাত তোলো মোনাজাতে
কলুষতা ঝেড়ে ফেলে চিন্ত আখেরাতে।
মুসাফির মাফ্ চেয়ে হও পরহেজগার
দান সদকায় সওয়াব খুঁজো গুনাগার।
মাহে রমজানে রোজা,নামাজ
ব’য়ে আনুক সুখ,সমৃদ্ধি
হোক সওয়াব বরকত।