সেই ছোট্ট বেলা থেকে মিষ্টি আমার প্রাণ,
নানা মিষ্টি, দই খেয়েও ভরতো না আর জান
রসে টসটস ছানার মিষ্টি, সন্দেশ-পিঠা পায়েস,
যতই পেতাম সবই খেতাম করে ভীষণ আয়েস,
মা বলতেন অত মিষ্টি খাসনে ওরে বোকা!
চিনি পেলেও খেয়ে ফেলিস, দাঁতে ধরবে পোকা;
কে শোনে কার কথা, মিষ্টি খাবো না, তা কি হয়,
হরেকরকম মিষ্টিই খাই আর কিছু তো নয়,
আমড়া, লেবু, জাম্বুরা, কতবেল, চালতা,
আরো যত টক ফল সব বাদ, মানো তা,
ছানার জিলাপি, গুড়ের সন্দেশ আর কালোজাম,
মনসুর ও বালুসাই খাই ফেলে জাম আর আম,
রসমালাই ও খাজা গজা ঘন দুধের ক্ষীর,
ওসব দেখলে সব ভুলে যাই, থাকি নাতো স্থির,
বিভিন্ন সব কেক, পেষ্ট্রি, চকলেট ও আছে,
ওগুলো খাবো না? সবই যে প্রিয় আমার কাছে,
ভাবছো এত মিষ্টি খেয়ে হজম করতে কষ্ট?
শর্করা রোগে ভুগছি এখন, দাঁত হয়েছে নষ্ট।
লেখাঃ নাজনীন রহমান