সংগীত

জীবনে কিছু স্বপ্ন দেখাই যেন বারণ,
ভুলে থাকাই শ্রেয় যেন জীবনের কিছু স্মৃতিচারণ।(২)

তবুও দেখি আকাশ ছাড়িয়ে
সীমানা পেরিয়ে যাওয়া স্বপ্ন,
আমি ঘুমে জাগরণে সেই স্বপ্নে হই মগ্ন।(২)
যেন বৃথা জেনেও তা করি অকারণ।
ভুলে থাকা শ্রেয় যেন জীবনের কিছু স্মৃতিচারণ।

জীবনের চাওয়া যতো হাতছানি দিয়ে
যায় চলে বিষাদের দেশে,
একে একে যায় মিশে,অশ্রুজলে এসে।(২)
মৃত্যু আমার হোক জীবনের সব সমীকরণ।
ভুলে থাকা শ্রেয় যেন জীবনের কিছু স্মৃতিচারণ

 

 

Scroll to Top