স্বপ্নহীনতার ফাঁদ

স্মৃতির শহরে বিষন্ন সন্ধ‍্যা নামে,
যৌবন তবু ফিকে হয়ে আসে।
পরিযায়ী পাখি ফিরে যায় নীড়ে,
আমাদেরও প্রেম ক্ষয়ে যায় ধীরে।
আশ্বিনের মেঘেরা নিবিড় মগ্ন শিসে,
স্মৃতিহীন,সঙ্গোপনে ভাসে দূর দেশে।
শরতের সোনারোদ ম্লান ফিরে বাড়ি,
তবু নিভে আসে আলোর ফুলঝুরি।
দূর দিগন্তে ঝড়ের মাতাল হাওয়া,
তোমার কাছে আমার ছুটে যাওয়া।
তারার মেহফিলে জাগে নিঃসঙ্গ চাঁদ,
জীবন,স্বপ্ন আর স্বপ্নহীনতার ফাঁদ।

 

Scroll to Top