স্বার্থ বিলীন 

বর্তমানটা বেশ একটা ভালো যাচ্ছে না
অপূর্ণতায় বিষন্ন ও জরাজীর্ণ জীবনের গতিময়
মূহুর্তে আতংকিত হৃদয় !
প্রতিটি স্বজন যেন তার স্বার্থের কোষাগারে
দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ  মানব ।
যেখানে রক্তের সম্পর্কের কোনো মূল্য নেই,
নেই কোনো ন্যায় নীতি ও আদর্শের ছোঁয়া ।
বিনে সুতোয় গাঁথা অস্থির পেশীতে
ছিড়ে টুকরো টুকরো অন্তরের গহীন।
পৃথিবী ক্ষণস্থায়ী কিন্তু কলবে ডাকা অস্থির কফিনে
পুড়ে ছাই হয়ে গেছে আত্মা ।
হে পৃথিবীর মানব,
ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে,
সুশীতল চাদরের ভিতরে সুখের এক মুঠো মায়াবী
ছোঁড়ায় নিজেকে লুকিয়ে রেখে,
তৃপ্তি নাও রক্তবন্ধনের সাধ।
ভুলে যাও যত সংঘর্ষ, ছিঁড়ে ফেলে দাও অভিমান।
খুঁজে বেড়াও মায়াবী জাল, আবদ্ধ রাখো একতা  !
কেন নিজেকে উৎসর্গ করতে পারিনা ?
আমায় কেন এত্ত ভাবনায় ভাবায়  ?
তাহলে কি আমি বেশী আবেগের বশে
হাহাকার করে টলমল মনের
ব্যাকুলতায় পুড়ে চূর্ণ  ?

লেখাঃ ছালমা সৈয়দ পারভীন 

Scroll to Top