সাগরিকা

ফুটবল খেলি বলে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। অনেক দিন কথা বলতেন না। আমি কতবার বাবাকে ফোন করেছি, ধরতেন না। গ্রামের লোকও অনেক বাজে কথা বলেছে।
নারী ফুটবল লিগে খেলার সময় যখন ঢাকা আসি এলাকার অনেকে মায়ের কাছে এসে বলতেন, তোমাকে একটা কথা বলতে চাই রাগ করবে না তো। মা বলতেন, কি কথা? উনারা বলতেন, শুনলাম তোমার মেয়ে নাকি এক ছেলেকে নিয়ে ঢাকায় পালিয়ে গেছে। তখন নারী লিগ চলছিল। ইউটিউবে খেলা দেখাতো। মা ওই ম্যাচের ভিডিও দেখিয়ে বলত, আমার মেয়ে ছেলে নিয়ে পালিয়েছে নাকি অন্য কিছু করছে টাচ ফোনে তোমরা দেখে নিও। এই চ্যানেলে খেলা দেখায়।
সবাই এখন খুশি। শুনেছি ফাইনাল ম্যাচে আমার খেলা দেখার জন্য বাবার চায়ের দোকানে বড় পর্দা টানিয়েছিল তারা। সবাই এখন আমার খেলা দেখে প্রশংসা করে।
Scroll to Top