হঠাৎ করেই

কিভাবে যেন হারিয়ে গেলাম নিজের থেকে।
হারিয়ে গেলো চঞ্চলা সেই কিশোরিবেলা।
হারিয়ে গেলো মাঠ দাপানো অবাধ্যতা।
হঠাৎ করেই বয়স বাড়লো, হঠাৎ করেই
আকাশ জুড়ে মেঘের ঘনঘটা।
হঠাৎ করেই বজ্রপাতে কেঁপে গেলো বুক।
লেখাহলো জীবনজুড়ে হরেক রকম শোক।
দেয়াল জুড়ে ছাপানো হলো হারানো বিজ্ঞাপন।
মিছিলে মিছিলে ধ্বনিতো হলো ব্যর্থ আলাপন।
হঠাৎ করে বুঝে নিলাম তুমিতো নও সেই,
জীবন ফিরে পেতাম যার শীতল পরশে।
হঠাৎ করেই নেমে এলো কালবৈশাখী ঝড়,
সেই ঝড়েতে উপড়ে গেলো জীবনের গতিপথ।
হঠাৎ করেই তুমি হলে অন্যকারো আলো,
আমার সামনে রইলো পড়ে বিষাদ ঘনকালো।

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top