এসেছে আবার পবিত্র মাহে রমজান,
ত্যাগ ও মহিমায় হও জাগ্রত মুসলিম জাহান।
কত নিয়ামত, কত রহমত
আল্লাহ করেছেন দান,
কত ফল-ফসল, নদীভরা জল
ফুলে শোভিত উদ্যান।
রমজান মাসে, রহমতের আশে
যিনি মহান আল্লাহকে করবেন তুষ্ট,
পরকালে তার প্রতিদান পাবে,
সে বান্দা হবে শ্রেষ্ঠ।
আর কাউকে নয় ভয় কর একমাত্র আল্লাহকে;
কর ইবাদত, দান-সদকা সকল প্রকার ভালো কাজ,
জান্নাত হবে তারই প্রাপ্য যারা রবে পাপ থেকে সংযত আজ।
রাসুল (সা.) এর জীবনাদর্শে করলে জীবনযাপন,
দুনিয়াতেও বাড়াবে মর্যাদা,
হবে আখিরাতের ফসল বোপন।
হে মুমিন, শুনছ ?
দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র,
আদায় কর সালাত-রোজা, ফরজ সকল ইবাদত;
শুকরিয়া কর আদায়, কর কুরআন মাজিদ পাঠ ।
দেখো, চারদিকে রবের কত নিয়ামত !
হে মুমিন, মেলো দুটি নেত্র ।
লেখাঃ খন্দকার লাইবা হক