রোজা

রোজা আসলেই নতুন করে
সরল পথের খোঁজ,
ন্যায়-অন্যায় সব ভুলে গিয়ে
নতুন কিছুর ভোজ।

রমজান মাসের আগমনে
অতীত গিয়ে ভুলে,
পাপের জগৎ ছেড়ে দিয়ে
আমল করে চলে।

স্রষ্টার কাছে চাইবো ক্ষমা
রোজ তারাবিহ পড়ে,
আমল নামায় নেকি লিখে
পৃষ্ঠা দিও ভরে।

শপথ নিলাম আজ থেকে
ইবাদত করবো রোজ,
হে স্রষ্টা, গোনাহ সব মুছে দিয়ে
নিও আমার খোঁজ।

সেহরি খাবো রোজা রাখবো
আল্লাহর নাম জপে,
নামাজ পড়বো ধৈর্য চাইবো
বিরত হই পাপে।

Scroll to Top