অবগুণ্ঠনে লুণ্ঠিত হয়ে আছি খোদা
তোমার চরণে।
ভুলগুলো ক্ষমা করো খোদা
তুমি নিজগুণে।
ভালোকাজে সাফল্য দাও
দাও সারথি
আমার নফসের কাছে ছেড়োনা আমায়
করি মিনতি।
তোমায় ডাকার মতো যেন ডাকতে পারি
সকল দোষ ক্ষমার আশায়
তোমার চরণে এসে যেন কাঁদতে পারি।
নিয়েতো কিছু আসিনি আমি
করবো যে হাহাকার
হারানো কিছুর শোকে আমি
হবো নির্বিকার।
যা কিছু পেয়েছি,যা কিছু পাবো
সবই যে প্রাপ্তি।
তোমার গোলামি করেই যেন
হয় জীবনের সমাপ্তি।
জেনে না জেনে করেছি কত পাপ
খোদা করছি যে অনুতাপ।
অজানা পথে হেঁটেছি হয়ত
নিজেকে দিয়েছি কত যে যাতনা।
তুমি রহিম,তুমি রহমান
দয়া করো প্রভু মোদের,
কর হে মার্জনা।