তপ্ত রোদে ক্লান্ত দেহে
তোমার শীতল পরশ চাই ,
ঝুম বৃষ্টির ঠান্ডা জলে
পরম স্নেহের আঁচল চাই ,
এপাশ ওপাশ দুপাশ জুড়ে
কোথাও তোমার স্পর্শ নাই ।
কল্পলোকে তোমায় দেখে
ঘুমের ঘোরে হেসে যাই ।
তুমি বিহীন রাত্ দিন বেজে উঠে
ব্যথার বীণ ,
কাতর সুরে অচিন পুরে
আমার ধ্বনি হয় বিলীণ ।
জোড় হাতে নিতুই প্রাতে
অশ্রু বিসর্জন ,
ওগো প্রভু গ্রহন করো
আমার সমর্পন ।।