হারানো স্মৃতি

ঐ যে হারিয়ে ফেলা পথের বাঁকে
দুই টাকার একটা নোট?
পায়নি খোঁজে তাইতো এখনও
কাটেনি তার শোক।
পুকুরঘাটে ভিজে যাওয়া
কাগজের নৌকাখানি,
আর কখনও শুকালোনা
বলো, এ কি করে মানি?
দিনদুপুরে ঘুমচুরি আর
দাপিয়ে বেড়ানো পাড়া,
আজতো সেই সঙ্গী-সাথি
দেয়না কেউ সাড়া।
ঝড়ের দিনে ভয় কাটিয়ে
আম কুড়ানোর সুখ,
সেই স্মৃতিটা মনে এলে
আজও কাঁপে বুক।
পুকুর ঘাট আর আম গাছতো
আজও আছে তেমন,
আমরাই কেবল বদলে গেছি,
নেই যোগাযোগ এখন।
সবাই এখন শহরবাসী,
অট্টালিকায় বাস,
আমারই কেবল হৃদয়পোড়ে
পুরনো অভ্যাস।
ধানের ঘ্রাণে মাতাল করা
সেই যে হাওয়ার দুল,
কোথায় যে হারিয়ে গেলো
পাইনা খোঁজে কূল।

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top