তৃষ্ণা

এই বিবর্ণ দুপুরে খরতাপে অতিষ্ট কত পাখি
নীড় খুঁজে গাছের ছায়ায় লতায় পাতায়,
ক্লান্তিরা মুখ গুজে অবসন্ন ডানায়।
রেশম পালক পুলকিত হয়না,
তেষ্টায় কন্ঠে সুর আসেনা
নীলাভ নীলিমায় মন উড়েনা।
তৃষিত আখিঁ মেঘপানে চেয়ে রয়
এক ফোটা বৃষ্টির তীব্র আকাঙ্খায়,
এভাবেই রচিত যুগেযুগে খালপাড়ে
নদীতীরে পাখিদের চরিত জীবন।
 

লেখাঃ খাদিজা শিরিন

Scroll to Top