মিথ্যে প্রেম

ওগো,একটু মিথ্যেমিথ্যে ভালোবাসবে?
যেটুকু ভালোবাসলে একটা পথশিশু
একবেলা খেতে পায় পেটপুরে।
একটু মিথ্যেমিথ্যে ভালোবাসবে গো?
যেটুকু ভালোবাসলে বৃদ্ধাশ্রম হবে শূণ্য,
বৃদ্ধরা ফিরে পাবে হারানো পরিবার?
একটু মিথ্যেমিথ্যে নাহয় বাসলে ভালো,
যেটুকু ভালোবাসায় অবহেলিত শিশু
পাবে একটু জ্ঞানের আলো,
অভুক্তের ক্ষুধা নিবারণ, বোবাপ্রাণীগুলো পাবে
পঁচা,বাসি এঁটো খাবার।
সত্যপ্রেম নাইবা দিলে,এ সমাজে চর্চা হোক
মিথ্যে প্রেমের।
একটু না হয় খ্যাতির লোভ থাকলো তাতে,
মন্দ কি?
মিথ্যা হলেও চলুক নাহয়
পরোপকারের আঁকিবুকি।
মিথ্যা হলেও ভালোবাসুক,
একটু না হয় থাকুক তাতে
লোকদেখানো ভালো কথা।
তবুও তাতে থাকবে কিছু
মানুষরূপী বিবেক সদা।
সত্যপ্রেম আজ অনেক দূরে,
যায় না তারে ধরা।
এমন মিথ্যের জন্ম হোক,
প্রেম হোক আকাশ ছোঁয়া।
মিথ্যা প্রেমে সাজুক সমাজ,
একটু হলেও হোক উপকার,
সত্য না হয় থাকুক দূরে,
বাঁচুক তাদের জীবন আবার।

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top