প্রেমদহনে হৃদয় পুড়িয়া চূর্ণ,
অতৃপ্তি নিয়ে কিছু কথা বয়ে যায় নিরবধি ।
এতকিছুর পরও নিজেকে মনে হয় অসুখী,
অট্টালিকায় থেকেও মানুষ যেমন সুখী হতে পারেনা,
তেমনি, অভাব হীন ভালোবাসায় পূর্নতা খুঁজতে ব্যাকুল!
পুড়ে পুড়ে ছাই হয়েছে আজ হৃদয়ের আঙিনা,
সে কেন বুঝেনা, পাপড়ি ফুলকে ছিন্ন করে দেয়।
তাহলে কি সে নীরবে নিবৃত্তে চুপিসাড়ে ফোটাবে পুষ্পরিত একগুচ্ছ কলি ?
এমনটাও নয় যে যখন-তখন, যেখানে-সেখানে,
নিজেকে বিলিয়ে দিয়ে,সুখের পায়রা নিয়ে আসবে।
সুখ খুঁজে বেড়াই তারই মাঝে
যে আমারই সুখের জন্য সৃষ্টি প্রিয় !
বিলীন হতে চাই তারই মাঝে
যে হবে ব্যথিত আমারি ব্যথার আগে !
যেন সে আমায় পলকে পলকে
তাহারই পৃথিবী মনে করে।
যেন তাহার বাহুডোর ভেঙে
ছিনিয়ে নিতে না পারে ওই হিংস্র ছোবল।