মানুষের ভিড়ে মানুষ হারিয়েছি
এত দেহ, এত স্বজন
এদের ভিতর আসল ছিলই বা কজন?
বিশ্বাস ,আশ্বাস, ভনিতা, অভিনয়
সবই মেকি, কোনোটা আসল নয়।
আপন ভাবতে যেয়ে ছিল শুধু ধোঁকা
পদে পদে তাই হয়েছি বোকা।
মানুষের ভিড়ে মানুষ চেনা দায়,
এত ভিড়ে জীবনের পথ পরিক্রমায়।