ইতি সুখ

প্রিয় কাব্য, 
তুমি কেমন আছো?
জানি তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারো না।
তারপরেও কিছুটা ভালো আছো তো।
তুমি ছেড়ে গেছো আমার সেই শৈশবের খেলাঘর।
যা আজও ঠিক অমনি আছে
তুমি শেষ বেলায় যখন চলে গেলে,
একগুচ্ছ ছন্দমাখা প্রবন্ধ হাতে দিয়ে লিখে গেলে
শৈশব পেরিয়ে কৈশোরে,
মাসগুলো চলে গিয়ে, আবার বছর ঘুরে এলো
তুমি আর ফিরে এলে না,
তোমার পথের দিকে তাকিয়ে থেকে সব খেলা
মালাগুলো রেখেছি আমি সাজিয়ে ভাঁজে ভাঁজে।
ছিল না জানা তোমার কোন ঠিকানা,
তাই হলো না আর পাঠানো আর কোন সারথী,
তাই এই আচ্ছন্ন আকাশের দিকে নিরন্তর তাকিয়ে,
নির্ভুল ভাবে আমি লিখে গেছি এই ভুলভাল চিঠি।
জানি পৌঁছাবে না এই চিঠি, ঠিকানা বিহীন।
তবুও, তুমি ভালো থেকো কাব্য।
ইতি সুখ

লেখাঃ বিবি ফাতেমা বেনজির

Scroll to Top