নোনাজল

আকাশ আমার সঙ্গী হলো
ডানা মেললাম তাই,
মেঘের রাজ্যে দিলাম পাড়ি
চড়ে সুখের ভেলায়।
মনের মাঝে ব্যাকুল চাওয়া
হাওয়ায় ভেসে যাওয়া,
মুক্ত স্বাধীন মনটা আমার
নিজের মতো পাওয়া।
মনের ঘরে দিলাম উঁকি
খুঁজতে গভীর তল,
হাতড়ে দেখি দুঃখের সাগর
অথৈ নোনাজল।
পাহাড় সমান চাপা কষ্ট
গুমরে কাঁদছে খুব,
মন যেন চাই পালিয়ে বেড়ায়
আঁধারে দিই ডুব।

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top