তুমি আমার চুপকথাদের চুপ
হৃদপিণ্ডের ধুকফুঁকানি
মনের যত রূপ।
তুমি আমার বিশালতা
আগলে রাখা ভ্রম,
তুমি আমার উত্তাল বুকে
ভালোবাসা সম।
তুমি আমার সুখের দিনের
আয়েশী অলস দুপুর,
তুমি আমার কল্পরাজ্যে
সঙ্গী অচিনপুর।
তুমি আমার দূরত্ব আর
ছুঁয়ে দেখার আবেগ,
তুমি আমার নবজন্ম
মুগ্ধ অনিঃশেষ।
তুমি আমার আকাশ চোখে
নীলচে অভিমান,
তুমি আমার নবজন্ম
নতুন নতুন গান।
লেখাঃ আঁখি বিনতে আলম