উৎসবের আমেজে নানা রকম সজ্জায়
আয় সখা, আয় সখি দাপিয়ে বেড়ায়,
ভেঙে সব জড়তা ছড়ায় সাম্যের বার্তা
বলি সব হৃদয়ের জমানো কথা।
বয়স ভুলে গিয়ে আনন্দে সামিল হই
উৎসবের রব তুলি হৈ হৈ রৈ রৈ।
আয়োজন ভরপুর উৎসবের তোড়জোড়
ছোটবড় সকলে মিলেমিশে এক হই।
চারপাশে যে অরাজকতা
ছড়ানো ছিটানো বর্বরতা
আছে যত কুসংস্কার
এক হয়ে করি চল সবকিছুর সংস্কার।
লেখাঃ আঁখি বিনতে আলম