এই আমিটা একদিন
অনেকটাই বদলে যাবো
তখন মিস করবে আমাকে ভীষণভাবে
মনে মনে তোমাকে নিয়ে ভাবলেও
তুমি আমার দেখা পাবে না
মেসেন্জারে আর আগের মতো
কথাও হবে না
আমার ফেইসবুকের সবুজবাতিটা,
ওতো আর জ্বলবে না
শতবার আমার নাম দিয়ে সার্চ করলেও,
আমার আইডিটা তবু পাবে না।
মিস করবে ভীষণভাবে।
জানো তখন আস্তে আস্তে
মনের ভেতর শান্তি ফিরে পাবো আমি
জানো সেদিন সত্যিকারের বোধ
আমার মাঝে থাকবে
তখন রাস্তায় খুঁজলেও আমাকে পাবে না
আমি তো তখন আর এভাবে
চলবো না।
মিস করবে ভীষণভাবে।
লেখাঃ সুজানা পারভেজ