নারীবাদী নই/আয়েশা নাহার হোসেন

আমি বাপু নারীবাদী নই
কেনো হবো বলুন?
আমার কিসের দায় ঠেকেছে
সবই তো আছে আমার
পাড়ার লোকে কয় যে এসে।
ভরি কয়েক গয়না গায়ে
শাড়ি খানাও কম টাকা নয়
পানের বাটা রুপোয় গড়া
বাটা জুতোয় পা ঢাকা রয়।
তবে আমি কোন দুখেতে
নারীবাদী হবো মশাই?
আমার কি বা দায় ঠেকেছে
এসব ভেজাল মাথায় নেয়ার?
এই তো আছি বেশ ভালো ভাই
মুখের মাঝে তালা এঁটে
মনের ঘরের মধ্যখানে মনটাকে যে কবর দিয়ে।
কেমন করে কইব বলো
এসব আমি চাই না
গয়নাগাটির ভারে আমার
দম নেয়া যায় না।
পানের বাটার পানগুলো সব
বিষের  মতো লাগে
একটু ভালোবাসার ছোঁয়া
এই হৃদয় খোঁজে।
জগতের সব অনাসৃষ্টি মেয়েরাই তো করে
এতো কিছু দেবার পর ও ভালোবাসা খোঁজে।
বলি কি আছে ঐ ভালোবাসায়
এতো কিছু পাচ্ছো তবু
মিছেই কেবল বাহানা ধরো।
চুপটি করে ঘরের মাঝে
থাকবে পড়ে পুতুল হয়ে।
সংসারে রোজ করছো টা কি
দু পাতিলা রান্না ছাড়া।
পাচ্ছো তো সব তাই অতো ঢং
দুদিন বাদে দিচ্ছি এনে
নতুন নতুন সব বাজার ই।
মনে মনে আমি বলি
কাজ আমি সদাই করি
সকাল থেকে রাত্রি ধরি
তবুও কি বলতে পারি
বেতন কতো দিচ্ছো তুমি
আমার ও তো স্বপ্ন ছিলো
ঐ আকাশে পাখা মেলার
যোগ্যতাতে তোমার চেয়ে কম কোথায় দেখছ আমায়?
তবু আমার গায়ের রঙের দোহাই দিয়ে
বলছো যা তা , কখনো বা যদিও পাই
একটু খানি গুনের কদর
ওমনি করে চরিত্রে দাগ লাগাতে তো হয়না গো ভোর।
তোমাদের এই জগত মাঝে চাইছি তো রোজ সকাল সাঝে
একটু শুধু ভালোবাসা আর একটু সম্মান
দেখে নিও এই সমাজে নারীবাদী কেউ হয় না।
Scroll to Top