যেদিন থেকে নিজের প্রেমে পড়েছি
পৃথিবীর কোন প্রেম আমায় আর টানেনি।
আমার এবড়োথেবড়ো দাঁত আর
আলাদা রঙের চোখ,
আমার অমসৃণ চুল আর
শ্যামলা বরণের মায়া যেদিন
পেয়ে বসেছে আমায়,
সেদিন থেকে আমি আর কোথাও
সৌন্দর্য খুঁজতে যাইনি।
আমি যেদিন বুঝেছি আমি হাসলে
আমার মন ভালো হয়।
সেদিন থেকে আমি আমার হাসির কারণ
অন্যকারো হাতে তুলে দিইনি।
আমি যেদিন বুঝেছি আমার নুপুর পরা পা
আমায় ফিরিয়ে দেয় কৈশোরের উচ্ছলতা।
বিশ্বাস করো,সেদিন থেকে আমার বয়স বাড়েনি।
আমার হাতের চুড়ি,শাড়ির আঁচল,লম্বা বেণী
যেদিন থেকে আমার ভালো লাগার কারণ হলো
সেদিন থেকে কারো নিন্দে আমায় ভাঙতে পারেনি।
পারেনি কারো অসুন্দর মন্তব্য আমার
হৃদয় মন্দিরে বিষাদের সুর তুলতে।
বিশ্বাস করো,যেদিন থেকে আমি আমায় ভালোবেসেছি সযতনে।
সেদিন থেকে আমার রাজ্যে আমি রানী।
এই রাজত্ব সুখ বিলায়,ভালোবাসার ফুল ফোটায়।
রাণীর বেশে আস্বাদন করে
জীবনের প্রেমরস।
আত্মপ্রেমে পড়েছি যখন থেকে
তখন থেকেই সুখ এসেছে।
সেদিন থেকেই বাঁচতে শেখা,
সেদিন থেকেই দিব্যি আছি।
শোন্,একটু সুখ নিবি?
আত্মপ্রেমের সুখ?