ইচ্ছে গুলো

আব্বু  আজ যদি না  হতো তোমার শেষ দিন।

আজ যদি হত ইচ্ছে পূরণের দিন,

পূর্ণ করতাম ইচ্ছে গুলো আবার,

ইচ্ছে করছে আব্বু তোমার পাশে বসে থাকতে,

ইচ্ছে করছে  তোমার কাছে সেই ছোটবেলার মতো আবদার করতে,

ইচ্ছে করছে  জমে থাকা বছরের সব কথা বলতে ,

ইচ্ছে হচ্ছে সকল হারিয়ে যাওয়া সময় ফিরিয়ে আনতে,

ইচ্ছে হচ্ছে তোমার সাথে এই শহরটা আবার নতুন করে ঘুরে বেড়াতে,

জানা আছে  সকল ইচ্ছে শুধু রয়ে যাবে ইচ্ছে হয়ে,

যদি ইচ্ছে পূর্ণ হয় কখনো,

জন্ম নেব বারবার, তোমারি মেয়ে হয়ে,

ছাড়বো না পাশ তোমার কখনো ,

আর কতদিন কথা বলবো তোমার মাটির সাথে?

অশ্রুগুলো যেন ক্লান্ত হয়ে গেছে এতগুলো বছর পার করে,

কেটে যাচ্ছে শুধু এখন শেষ দিনের অপেক্ষায়,

বিশ্বাস আমার-

ইচ্ছে হবেই পূরণ তোমার সাথে দেখা হবে আবার।

লেখাঃ ফারজানা মাহমুদ

 


Scroll to Top