একদিন

একদিন ভোর হবে পাখিদের গান হবে

একদিন সূর্যটা ঝলমলে রোদ দিবে

একদিন কলিগুলো ফুল হয়ে ফুটে রবে

একদিন কলতানে নদীগুলো মুখর হবে

একদিন প্রিয়জন প্রিয় বুক জুড়ে রবে

একদিন পূর্ণিমা প্রেমময় আলো দিবে

একদিন ভালোবাসা প্রেমিকের ডাকে সাড়া দিবে

একদিন শুণ্যতা প্রাপ্তি হয়ে ফিরবে

একদিন আকাশে নীল মেঘ ভাসবে

একদিন সমুদ্র ঢেউয়ের তালে দুলবে

একদিন প্রিয়মুখ খিলখিলিয়ে হাসবে

একদিন বন্ধুরা শৈশবে ফিরবে

একদিন দুঃখরা স্বেচ্ছায় ছুটি নিবে

একদিন সুখগুলো জীবনে এসে ভীড় জমাবে

এমন একটা দিন প্রতি সূর্যোদয়ের সাথে

সবার জীবনে আসুক ফিরে ফিরে।

 

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top