দক্ষিণের জানালায় চাঁদের প্রকট
প্রকৃতির বুকে বসে জ্যোৎস্নার হাট।
হাতের তালুর পরে মুঠোয় আলো ধরে
শুঁকে নেই কামিনীর নেশা ধরা ঘ্রাণ।
অদূরে নদী তীরে বিরহী বাঁশি সুরে
বাজে আয় ফিরে রাই,শ্যাম ডাকে আয়।
নিঝুম রাত বুঝে প্যাঁচা শিকার খোঁজে
অবোলা পতঙ্গ ভোগের আশায় ।
রাতের দ্বি-প্রহরে গাঁয়ে ও শহর জুড়ে
কামনার নিশাচর ডাকে ইশারায়।
জোনাকি,পরী রাণী কোথা নিশি প্রহরিণী?
শরীর সঙ্গী যাচে নিলামের হাঁক!
কথার ডিঙি বেয়ে প্রণয়ী ঘেমে নেয়ে
নিষিদ্ধ নোঙর আর নষ্ট আলাপ।
ঘুম ভাঙা পাখি আনে রাত্রির অবসানে
শিউলির রাঙা পায়ে নতুন প্রভাত।