তোমাতে আমি

ক্রমশই তোমার ভালোবাসার
মায়ায় জড়িয়ে যাচ্ছি,
প্রতিনিয়ত আমার আমি যেনো
শুধু তোমাতে বিলীন হচ্ছি।
আমিত্বকে বিসর্জনে নিজেকে ঠকাচ্ছি।
তোমার সব যদিও ছলোনা
আমার কিন্তু মিথ্যে কিছু ছিলোনা,
তুমি চাইছো শুধুই আমায় কিছুক্ষণ
পুরো আকাশ জুড়ে তোমার বিচরণ।
প্রিয়, শুধুই আমার থেকো,
মনের ভুলে জড়িয়ে রেখো,
দুঃস্বপ্নেরা ছাড়ছে না পিছু
আমি চাইছি না যে কিছু,
অনুভবের সবটা জুড়ে তুমি আছো,
তুমিই থেকো চাইবো না আর কিছু।

লেখাঃ আয়েশা নাহার হোসেন

Scroll to Top