পৃথিবীর বুকে একপলক আলো

আমি সভ্যতার সেই ছায়া
গ্যালাক্সির সেই ঘনকালো বিন্দু
ঘনীভূত হওয়া শিশির কণা
চোরাবালিতে আঁছড়েপড়া
উত্তাল ঢেউ।
যার অনবরত এগিয়ে চলার বাসনা থেকেই
বিগব্যাং তত্ত্বের উদ্ভব,
সবুজ-শ্যামল প্রকৃতির আবির্ভাব।
বসন্তের আগমণ,
আমার আমি,
পৃথিবীর বুকে একপলক আলোর ঝলকানি।

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top