প্রিয়মুখ

আমি ভীষণ স্বার্থপর।
নিজের স্বার্থে ভালোবাসি।
মার ভালোয় ভালো আমার
তুমি হাসলেই আমি হাসি।
তাই তোমায় ভালোবেসে
আগলে রাখি প্রিয়মুখ।
তোমার খুশিই আমার খুশি
তোমার সুখেই আমার সুখ।
তোমার ছোঁয়ায় ফুল ফোটে,
বর্ষা আসে খরায়,
তুমি থাকলেই শান্তি আমার,
বিরহ কিংবা নীরবতায়।
তোমার পায়ে জড়িয়ে থাকি,
স্বার্থ পূরণ করবো বলে।
তুমি খুশি নাহলে মা
কষ্ট কোথায় রাখি।
আমার ভীষণ ভয় করে যে,
তোমার থেকে দূরে থাকায়।
পরকালেও আগলে রেখো,
যেমনটা রেখেছিলে ছেলেবেলায়।

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top