বিজয়ের অনুরণন

তারপর অনেক দিন কেটে গেল

ফেরা হলো না ঘাসের কাছে,

ভেজা হলো না কুয়াশায়,

খালি পা ভেজানো হলো না নদীর জলে,

সাঁতার কাটা হলো না ঢেউয়ের বিপরীতে,

উৎসুক জনতার অযাচিত ভীড়,

দাবি আদায়ের নিত্যনতুন প্রহসন কিংবা

যৌক্তিক স্লোগান,

ব্যক্তিস্বার্থ কিংবা কৃতজ্ঞতার খপ্পরে নানা ভুলচুক

দেশ গঠনে পুনরুজ্জীবিত মানুষের প্রস্তাবনা,

যোগ্য অযোগ্যের বাকবিতন্ডায় হারিয়ে গেলো,

হারিয়ে গেলো হাসপাতালে কাতরানো ত্যাগীদের কথা,

স্মৃতিচারণ কিংবা স্মৃতিস্তম্ভ গঠন ছাড়া ও

জীবিত মানুষের জীবনের নিশ্চয়তা চায় মানুষ,

ঘটনার পুনরাবৃত্তি রুখে দিতে চায় জনগণ,

আত্মত্যাগের মিছিলে বারবার যোগ না দিয়ে

আমরা একটু সুখের মশাল জ্বালাবো বলেই

এই গণঅভ্যুত্থান, এই পুনর্জাগরণ।

 

এইসব অনাচার অবসান হোক,

সকল ত্যাগ আর মৃত্যুর মিছিল থেমে

এবার একটু জীবিতদের সাফল্য গাঁথা আর

আনন্দ মিছিলে সামিল হোক জাতি।

বিজয়ের অনুরণন ছুঁয়ে যাক হৃদয়ে,

মানবতার জয় হোক,

ভস্ম হোক প্রতিহিংসার দাবানল।

লেখাঃ আঁখি বিনতে আলম

 

 

Scroll to Top