শুচি হোক ধরা

পৃথিবীর বুকে শূন্যতা নেমে আসুক,

নারীর গর্ভে না জন্মায় যেন

প্রজন্মের উত্তরাধিকারী।

চারিদিকে যে মানবতার হাহাকার

এই বিরহের হোক সমাপ্তি।

বেওয়ারিশ লাশ আর ধর্ষণের বিভীষিকা

নিশ্চিহ্ন হোক মানবহীন পৃথিবীতে।

তবুও মুক্তি পাক ব্যভিচার আর

হৃদয়হীন আবেগ, মানবিকতার সংকট।

অস্তিত্বহীন হোক যত নরপিশাচের দল,

ধুঁকে ধুঁকে ভোগে যাক শত অনুশোচনার দাবানল।

ছাই হোক পুড়ে পৈশাচিকতা,

বাষ্পে মিলিয়ে যাক শত দাম্ভিকতা।

পৃথিবী আবার সেরে উঠুক

শুচি হোক এই ধরা।

 

লেখাঃ আঁখি বিনতে আলম

Scroll to Top