শেষ গন্তব্য

নিষ্পাপ শিশু, সুগন্ধি ফুল, সবার প্রিয়,

প্রচলিত কথা, যারা এই দুটি ভালোবাসে না,

তারা মানুষ হত্যা করতে পারে অবলীলায়,

তুচ্ছ কারণে, হায়! এই নির্মম সত্য সত্যি হলো,

মুনতাহা নামে ছোট্ট নির্দোষ শিশুর ক্ষেত্রে,

সেই আদিকাল থেকেই মেয়ে সন্তানের ওপর,

জুলুমের সূচনা শুরু, জন্মানো মাত্রই জীবন্ত

কবরে ঢাকা পড়তো সম্ভাবনাময় একটি জীবন,

আজও হয়নি এই কঠোরতার শেষ, হয় ধর্ষণ,

নয়তো অপহরণ আর যৌতুকের জন্য বলির

শিকার অসহায় নারী, মায়ের পায়ের নীচে

সন্তানের জান্নাত নির্ধারণ করেছেন স্রষ্টা,

কিন্তু পৈশাচিক নির্মমতায় কেঁপে উঠছে কি,

মহান সৃষ্টিকর্তার আরশ? কি দোষ ছিল,

ফুটফুটে শিশুটির; মুনতাহা নাম ওর যার অর্থ

আকাঙ্খা, শেষ বা চূড়ান্ত গন্তব্য তিন জালিম

শেষ গন্তব্যে পৌঁছে দিয়েছে, কাঁপেনি ওদের হাত,

একটি কলি ফুল হয়ে ফোটার আগেই ঝরে গেলো

রাহমানুর রাহীমের কাছে নিবেদন মোদের,

সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক, বিচার করো হে মহান ।

লেখাঃ নাজনীন রহমান

Scroll to Top