এ সমাজ বড়ই সুশীল,
পরের কর্মে কান পাতার স্বভাব নেই।
চলার পথে কেবল দুষ্টু লোকের চরাচর,
ওসব নিয়ে ভাবার মতো সময় নেই।
মজলুম নাকি অত্যাচারি,
সুশীল নাকি ব্যভীচারি,
ন্যায় কিংবা অন্যায়
জানতে চাওয়ার ইচ্ছে নেই।
জানতে গেলেই জড়িয়ে যাবো,
পরের বিপদ মাথায় নিবো,
কি প্রয়োজন নষ্ট করা
নিজ জীবনের সব আয়োজন?
এই সমাজতো সুশীল সমাজ,
দোষী-নির্দোষ পক্ষপাত নিষ্প্রয়োজন,
একের বিপদ দশের করার মানে নেই।
ধর্ষক পিটিয়ে মারা হয়,
প্লে-কার্ড আর ফেইসবুকেতেই,
প্রতিবাদের ঝড় তোলা যায়।
প্রতিদিনের মৃত্যু সংবাদ
একই বিষয়ে আলোচনাতেই,
আজ আছে কাল নেই,
সবই মুখরোচক গল্পতেই,
আজ আছে কাল নেই,
সবই মুখরোচক গল্পতেই,
সময় নেই দেখার এখন,
বর্বরতা আর নষ্টামি এমন।
যার যা হোক, হোক না তাতে,
আমার, আপনার কি আসে যায়?
আমরাতো ভাই সুশীল সমাজ,
এসব দেখার সময় কোথায়?